পাবনায় অ্যাম্বুলেন্স-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

0 ৮১
পাবনা প্রতিনিধি : পাবনায় অ্যাম্বুলেন্স ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে পাবনা-রাজশাহী মহাসড়কের সিংগা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশার চালক শালগাড়ীয়া মেরিল বাইপাস এলাকার শামসুলের ছেলে দুখু মিয়া (৩৫) এবং একই এলাকার মৃত দরবেশ আলীর ছেলে রমজান আলী (৫০)।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার রাত ১০টার দিকে রাজশাহীর দিকে যাওয়ার পথে একটি অ্যাম্বুলেন্সের বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক অটোরিকশার চালক ও এক যাত্রীকে মৃত ঘোষণা করেন।

Leave A Reply

Your email address will not be published.