পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার মতিগাছা গ্রামে পারিবারিক কলহের কারণে জহুরা খাতুন (২২) নামক এক নারী গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করেছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(১৫ জুন) দিবাগত রাত আড়াই দিকে দেবোত্তর ইউনিয়নের মতিগাছা গ্রামে।
বিশেষটি স্থানীয় ইউপি সদস্য রতন নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে ঝড়গা বিবেদ চলে আসছিল। এদিন রাতে জহুরা নিজ ঘরের আড়ার সাথে গলায় উর্ড়না দিয়ে ফাঁস নিয়ে আত্নহত্যা করেন।
তবে এটা হত্যা না আত্মহত্যা এনিয়ে ওই গ্রামের মানুষের মাঝে প্রশ্ন উঠেছে।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে জিগগাসাবাদের জন্য নিহতের স্বামী আবুল হোসেনকে আটক করা হয়েছে।