পাবনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

0 ১৩২
পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলায় বজ্রঘাতে আরব আলী (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে। আর ও দুইজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২০ জুন) দুপুর ১টার দিকে উপজেলার নতুনভারেঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আগবাগশোয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ওই ব্যক্তির নাম আরব ফকির (৫০)। তিনি ওই গ্রামের মৃত বাহার ফকিরের ছেলে। এ ঘটনায় মৃত আরব ফকিরের স্ত্রী নাজমা খাতুন (৪০) ও তার ভাই মিজান ফকির (৫৫) গুরুতর আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. হাদিউল ইসলাম।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, তারা বাড়ির পাশে তিল শুকাচ্ছিলেন। পরে হালকা বৃষ্টি শুরু হলে বাড়ি থেকে ছাতা নিয়ে তারা তিল উঠাতে থাকেন। এ সময় হঠাৎ করে বজ্রপাতে আরব ফকির ঘটনাস্থলেই মারা যান এবং তার স্ত্রী ও ভাই অজ্ঞান হয়ে মাঠের মধ্যে পড়ে যান।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে কাশিনাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে প্রেরণ করেন।

Leave A Reply

Your email address will not be published.