পাবনায় ব্রীজ ও মাদ্রাসার ভবন উদ্বোধন করলেন এমপি প্রিন্স

0 ১৫২
পাবনা প্রতিনিধি :  পাবনার সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোলে একটি ব্রিজ উদ্বোধন করেছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। একই সাথে ফিতা কাটা ও ফলক উন্মোচনের মধ্য দিয়ে লোহাগাড়া স্বরুপপুর দাখিল মাদ্রাসার চারতলা নতুন ভবনও উদ্বোধন করেন তিনি। এসময় দেশ ও প্রধানমন্ত্রীর মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, উপজেলা আ.লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আ.লীগ নেতা কামরুজ্জামান রকি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির পাভেল, ঠিকাদার রফিকুল ইসলাম, সাদুল্লাপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আ: কুদ্দুস মুন্সী, সাধারণ সম্পাদক রইস উদ্দিন খান,
আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, মাদ্রাসা সুপার মাওলানা আ. আলিম, উপসহকারী প্রকৌশলী উজ্জ্বল কুমার, শ্রীকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, ইউনিয়ন
স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক বদরুদ্দোজা মানিক, যুগ্ম আহ্বায়ক সোহাগ খান বাপ্পি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিন্টু, ছাত্রনেতা আজমত হোসেন রাজ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.