পাবনায় রাজমিস্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার 

0 ১২৪
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার দাপুনিয়ায় বাড়ি থেকে নিখোঁজের তিনদিন পর মো. আজাদ (২১) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার দাপুনিয়ান ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে মোশাররফ চেয়ারম্যানের প্রজেক্টের পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. আজাদ দাপুনিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো. আব্দুল হাকিম ছেলে। পেশায় রাজমিস্ত্রি আজাদ গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন বলে জানান তার বাবা।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) মাসুদ আলম বলেন, ‘গত ১১ তারিখ থেকে আজাদ নিখোঁজ ছিলেন। এবিষয়ে থানায় জিডিও করা আছে।
আজকে দুপুরে আজাদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাত দন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
তবে তার সঙ্গে থাকা একটি মোটরসাইকেল ও মোবাইল পাওয়া যায়নি। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে। এবিষয়ে তদন্ত চলছে, তদন্তের পর হত্যার কারণ জানা যাবে।

Leave A Reply

Your email address will not be published.