পাবনায় ২ আগ্নেয়াস্ত্র গুলিসহ মাদক কারবারি মামুন গ্রেফতার

0 ১৭৩
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে দুটি আগ্নেয়াস্ত্রসহ আবির হাসান মামুন (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতার মামুন উপজেলার সাঁড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের জমসেদ আলীর ছেলে। বুধবার (১৫ মার্চ) নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা-খ সার্কেলের পরিদর্শক সানোয়ার হোসেন বলেন, মামুনকে আটকের সময় তার কাছ থেকে একটি বন্দুক, একটি শুটার গান, ৪১ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি চাপাতি, ১৯০ পিস ইয়াবা, পাঁচ বোতল ফেনসিডিল, একটি মোবাইলফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, পরে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.