
শনিবার(০৮/০৪/২০২৩) তারিখ সন্ধ্যা ০৬.১৫ ঘটিকার সময় ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) সাগর কুমার সাহা, এসআই(নিরস্ত্র)মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই(নিরস্ত্র) মোঃ ইকবাল কবির, এএসআই(নিরস্ত্র)মোঃ শামীম সরকার সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন দোগাছী ইউপির উত্তর কোমরপুর সাকিনস্থ মোঃ খায়রুল ইসলাম এর ওয়ার্কশপের সামনে অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী
পাবনা সদর থানার কোমরপুর পদ্মা কলেজ মন্ডলপাড়া গ্রামের জিয়ারুল মন্ডলের ছেলে মোঃ বাবু মন্ডল (২১), দীপচর লাউদারা গ্রামের মোহাম্মদ প্রামানিকের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ আকাশ প্রামানিককে (২২) ৮২০(আটশত বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা সদর থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১০(ক) ধারায় মামলা রজু প্রক্রিয়াধীন।