পাবনার চাটমোহরে আমের মুকুলে মৌ মৌ ঘ্রাণ

0 ৬৬৮

আফতাব হোসেন, চাটমোহর: পাবনার চাটমোহরে আমের মুকুলে মৌ মৌ ঘ্রাণ ছড়িয়ে পড়ছে চারিদিকে। শীতের শেষে আর বসন্তের শুরুতে আম গাছের মুকুলের ঘ্রাণ ছড়াচ্ছে । উপজেলার বিভিন্ন স্থানে গাছে গাছে বের হয়েছে আমের মুকুল। জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের আগমণী বার্তা। উপজেলার পার্শ্বডাঙ্গা, হরিপুর, ধরইল, অমৃতকুন্ডা, ধুলাউড়ি, মূলগ্রাম, ফৈলজানাসহ আম প্রধান বিভিন্ন এলাকায় এ দৃশ্য দেখা গেছে।

 

প্রতিটি গাছেই আসছে আমের মুকুল। আমের মুকুলে মৌমাছি আনাগোনা করছে। শোভা ছড়াচ্ছে চারিদিক। অনেকেই মুকুল রক্ষা করতে কৃষি বিভাগের কর্মকর্তাদের পরামশ রিয়ে গাছে গাছে ওষুধ স্প্রে করছেন। আম গাছের যত্ন ও শুরু করেছেন সকলেই।

 

আম বাগান মালিক শহিদুল ইসলাম জানালেন, তার বাগানে বিভিন্ন প্রজাতির আম গাছ রয়েছে। সেগুলোতে মুকুল আসছে। মুকুল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরো জানান, যে পরিমাণ মুকুল আসছে, তা যদি রক্ষা করা যায়, তাহলে আমের ভালো ফলন হবে।

 

চাটমোহর উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা আসাদ উদ দৌলা জানালেন, আমচাষীদের প্রয়োজনীয় সকল পরামর্শ প্রদান করা হচ্ছে।

 

Leave A Reply

Your email address will not be published.