পাবনার বসতঘর আগুনে পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি

0 ৮৭
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের দয়রামপুর গ্রামে ফরিদের বাড়িতে। রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত বলে জানান ফরিদ।
জানা গেছে, সকালে ফরিদের মা রান্না শেষে শুয়ে ছিল। ফরিদ দোকানে যায়। হঠাৎ আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। এ সময় ফরিদের মা চিৎকার দিয়ে ঘর থেকে বের হলে সবাই এগিয়ে এসে আগুন নিভানোর চেস্টা করে।
পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনা স্থলে আসতে আসতে সব কিছু পুড়ে শেষ। কিছুই রক্ষা করতে পারেনাই। ফরিদ জানায় আমার পড়নের শুধু লুঙ্গিটাই আছে।
আর কিছুই বের করতে পারি নাই। তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, অনেক বড় করে একটি মাত্র এল প্যাটার্নে বড় বসতঘর ছিল। আজ তা পুড়ে ছাই হয়ে গেল। এই ঘর মেরামত না করা পর্যন্ত খোলা আকাশের নীচে জীবন যাপন করতে হবে আমাদের।
ঘরে থাকা ধান,গম , রবি শস্য, নগদ টাকা, স্বর্ণালংকার., আসবাবপত্র ও আমার সব সার্টিফিকেট, জমিজমার প্রয়োজনীয় কাগজপত্র সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেলো আমার।

Leave A Reply

Your email address will not be published.