পাবনা জেলা প্রশাসক চাটমোহরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষেমানুষের সাথে মতবিনিময়

0 ১৪০
পাবনা প্রতিনিধি : পাবনা জেলা প্রশাসক মুঃ আসাদুজ্জামান বৃহস্পতিবার (১০ আগস্ট) চাটমোহরে মতবিনিময় করেছেন।  দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে চাটমোহরের সুধিজন ,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক,সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে তিনি মতবিনিময় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আঃ হামিদ মাস্টার,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুমবিল্লাহ,মহিলা ডিগ্রী কলেজের অধ্যক।
শরীফ মাহমুদ সরকার সঞ্জু,প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন।
মতবিনিময় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তানজিনা খাতুন,থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার,
বীরমুক্তিযোদ্ধা এস এম মোজাহারুল হক,পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া,দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,আওয়ামী লীগ নেতা খন্দকার মাহবুব এলাহী বিশু,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,
স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ আলী হায়দার সরদার,সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ মতিন,সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার আগে জেলা প্রশাসক মু.আসাদুজ্জামান উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। তিনি হরিপুর ইউনিয়নের বিনোদন স্পট ডকাতিয়া ভিটা পরিদর্শন করে বিলে মাছের পোনা অবমুক্ত করেন।
এছাড়া জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে একটি আম গাছের চারা রোপন করেন।

Leave A Reply

Your email address will not be published.