পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

0 ১৯৮
আটঘরিয়া সংবাদদাতা : পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদা সহকারে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সময় জাতীয় পতাকা উত্তোলনের (অর্ধনমিত) মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেনের নেতৃত্বে শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ, দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, শেখ রাসেল দেয়ালিকা শিক্ষার্থীদের স্বরচিত কবিতা উন্মোচন, স্থানীয় বাজারে রেলি, দোয়ার মাহফিল ও রচনা প্রতিযোগিতা করা হয়।
এ সময় ম্যানেজিং কমিটির সদস্যগণ, শিক্ষক কর্মচারীবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম।

Leave A Reply

Your email address will not be published.