
রবিবার (১৬ জুলাই) পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধ-বার্ষিক ও প্রি টেস্ট পরীক্ষার ফল প্রকাশ ও শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন সম্পর্কিত মত বিনিময় সভা করা হয় করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। এ সময় দশম শ্রেণীর অভিভাবক ও অভিভাবিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন সম্পর্কিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন এস এম সি সদস্য মোঃ নাজমুল হক রঞ্জু, মোঃ আব্দুল আলীম, মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস সবুর খান, অভিভাবকদের মধ্যে মোছাঃ ফাতেমা খাতুন, মোছাঃ আলীয়া খাতুন, মোহাম্মদ আলম উদ্দিন প্রমুখ।