পারফিউমের সুগন্ধ ধরে রাখবেন যেভাবে

0 ১,৪৬৯

অনেকেই অভিযোগ করে থাকেন, পারফিউম ব্যবহার করলেও খুব বেশিসময়ে সুগন্ধ স্থায়ী হচ্ছে না। এর কারণ হিসেবে পারফিউমের উপরই আঙ্গুল তোলেন অনেকে। তবে সঠিকভাবে ব্যবহার করা হলে পারফিউমের সুগন্ধ দীর্ঘক্ষণ থাকতে পারে। তাহলে জেনে নেয়া যাক, পারফিউম ব্যবহারের কয়েকটি সঠিক পদ্ধতি…

৥ পারফিউমের সুগন্ধ বেশিক্ষণ ধরে রাখতে পারে চুল। তবে সরাসরি চুলে পারফিউম স্প্রে না করা ভালো। এর জন্য চিরুনিতে পারফিউম স্প্রে করে তারপরে সেটা দিয়ে মাথা আঁচড়ান অথবা তোয়ালে বা গামছায় স্প্রে করে মাথা মুছে নিন।

৥ পারফিউম লাগিয়ে অনেকেই সেটা কোন ধুয়ে ফেলে বা কোন কাপড়ে মুছে ফেলে। আসলে এটা করা ভুল। পারফিউমকে নিজে নিজে শুকোতে দিন। এতে পারফিউমের সুগন্ধ অনেক সময় স্থায়ী হবে।

৥ পারফিউম লাগানোর আগে শরীরে ময়েশ্চারাইজার মেখে নিন। তাতে গন্ধ দীর্ঘস্থায়ী হয়৷ আর সব সময় গোসলের পর পারফিউম লাগানোই ভালো।

৥ গলার দু’পাশে পারফিউম লাগাতে পারেন। তাতে গন্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সঙ্গে তীব্রও হবে। এছাড়া বুকের দুপাশেও পারফিউম স্প্রে করুন।

৥ কনুই আর কবজিও পারফিউমের গন্ধ লাগানোর ভালো জায়গা। কারণ দেহের এই জায়গাগুলির উষ্ণতা অন্যান্য জায়গার চেয়ে বেশি।

 

Leave A Reply

Your email address will not be published.