আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর -দিনাজপুর : সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুর নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পহেলা মে পালিত হয়েছে। দিবসটি উৎযাপন উপলক্ষে দিনাজপুর জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনয়নের উদ্যোগে সকাল ১০টায় একটি র্যালী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজ কার্যালয়ে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি শ্রী জতিস চন্দ্র রায়, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সংগাঠনিক সম্পাদক আমজাদ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। র্যালী শেষে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। এসময় তারা ৫দফা দাবী তুলে ধরেন। মালিকের অর্থায়নে শ্রমিকদের খাতা মেইন্টেইন করা, প্রতিদিন ৮ঘন্টা কর্মদিবস সহ সাপ্তাহিক ছুটির ব্যবস্থা, মাসিক বেতন সমপরিমাণ বোনাস প্রদান, ৮ঘন্টার পর অতিরিক্ত সময়ের জন্য দ্বিগুন বেতন প্রদানসহ শ্রমিকদের চিকিৎসা ভাতা দেয়া ইত্যাদি। দিবসটি উপলক্ষে একই সাথে পার্বতীপুর উপজেলা বে-সরকারী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নসহ অন্যান্য শ্রমিক সংগঠনগুলো তাদের নিজ ব্যানারে র্যালী ও আলোচনাসভার মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.