পায়েলের ‘চলচ্চিত্র সার্কাস’
বিনোদন ডেস্ক : ‘প্রেম আমার’ ছবি খ্যাত কলকাতার নায়িকা পায়েল সরকারের কাছে সার্কাস মানে একটা এন্টারটেনমেন্ট প্যাকেজ, একটা ইমোশনাল রোলার কোস্টার। মৈনাক ভৌমিকের ‘চলচ্চিত্র সার্কাস’-এর অন্যতম বাজি পায়েল। পায়েলের ভাষ্য, ‘‘শুটিং করতে গিয়ে ক্যামেরার পিছনে যা যা হয় সেটাও খুব এন্টারটেনিং। চলচ্চিত্র সার্কাসে ঠিক সেটাই দেখাব আমরা। এই যে এত গসিপ করি, তার কতটা সত্যি, কতটা নয় সেটাও বোঝা যাবে এই ছবিতে।’’ এক ঝাঁক তারকা নিয়ে দুর্গা পুজোর বক্স অফিসে আসছে মৈনাকের ‘চলচ্চিত্র সার্কাস’। অভিনেতা, পরিচালক, অভিনেত্রী, সুরকার, ক্যামেরা পার্সন, স্পটবয় থেকে শুরু করে একটা ছবি তৈরি করার সব কারিগরকেই পর্দায় দেখবেন দর্শক। পুরোটাই যেন একটা সার্কাস। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির গান। আপাতত অপেক্ষা ২২ সেপ্টেম্বর। সে দিন মুক্তি পেতে চলেছে ছবিটি।