বগুড়া জেলা প্রতিনিধি: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রাজশাহী ও রংপুর অঞ্চলের সকল কর্মকান্ড কোম্পানীতে হস্তান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বগুড়া সার্কেলের জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ(সিবিএ) ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের সমন্বয়ে গঠিত ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল বুধবার বগুড়াসহ শেরপুরে বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় কেন্দ্রে দিনব্যাপী কর্মবিরতী বিক্ষোভ মিছিল,সমাবেশ করে।
সমাবেশে প্রকৌশলী মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-পরিচালক গোলাম ফারুক সরকার, নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী বজলুর রশিদ, বগুড়া সিবিএ’র সভাপতি আবুল কালাম আজাদ, কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক তাপশ কুমার নিয়োগী, আবু তাহের, কার্যকরী সভাপতি দেবেশ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুর রহমান বিস্কুট, শাহ সুলতান, আব্দুল আজিজ, তোফাজ্জল হোসেন, আবুল হাশেম প্রমুখ। সমাবেশে সকল কর্মকর্তা ও কর্মচারীগণ যে কোন মুল্যে রাজশাহী ও রংপুর অঞ্চলকে কোম্পানীর কালো থাবা রক্ষা করার দৃঢ় সংকল্প ব্যক্ত করে সংশ্লিস্ট অফিসে কর্মবিরতীসহ বৃহত্তর কর্মসুচীর ঘোষণা দেয়।