পিপরুল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলীর মোটরসাইকেল- শোভাযাত্রা-মতবিনিময়

0 ৪৫৮

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে শতাধিক মোটর সাইকেল নিয়ে শোডাউন ও ইউনিয়নবাসী সাথে মতবিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সরদার। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় পিপরুল সেন্টার মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক মোটরসাইকেল ও নেতাকর্মী নিয়ে শোডাউন এবং গণসংযোগ করেন।

 

পরে একই মাঠে ভোটারদের সাথে মতবিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী ও নৌকার মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলী। মোটরসাইকেল শোডাউন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড সভাপতি মোঃসাহেব আলী , সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।  ১ নং ওয়ার্ড সভাপতি বাবলু মোল্লা,সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র। ২নং ওয়াড সভাপতি নাজমুল হোসেন  সাধারণ সম্পাদক মুহিত পূমখ।

 

এ সময় মোহাম্মদ আলী সরদার বলেন, যারা ওয়াদা রাখেন না তাদেরকে বর্জন করুন। শফিকুল ইসলাম শিমুল ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবার সমর্থন প্রত্যাশা করেন তিনি।

 

Leave A Reply

Your email address will not be published.