পুঠিয়ায় স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্নহত্যা 

0 ২২৩

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় কিস্তির টাকাকে কেন্দ্র করে স্ত্রীর উপর অভিমান করে স্বামী আবু তাহের (৩৮) গলায় দড়ি দিয়ে আত্নহত্যা  করেছে। মঙ্গলবার রাতে উপজেলার সাধনপুর এলাকায় এই ঘটনা ঘটে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন জানান, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের সাধানপুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে আবু তাহের। সে একজন সবজি বিক্রেতা।

মঙ্গলবার স্বামী-স্ত্রীর মাঝে এনজিওর ঋণের বিষয়ে কথা কাটাকাটির প্রেক্ষিতে স্ত্রী খাদেজা বেগমকে ৫শত টাকা খরচ দিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়।রাতের বেলায় নিজ শয়ন কক্ষে ঘরের তীরের সাথে গলায় দড়ি বেধে আত্নহত্যা  করে।

বুধবার সকাল বেলায় ডাকা-ডাকি করে জানালা ভেঙ্গে দেখা যায় গলায় রশি বেধে আতœহত্যা করেছে।  সে সময় থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাবে তার বিভিন্ন এনজিও থেকে প্রায় ৪ লক্ষ টাকা ঋণ নেওয়া আছে বলে জানাগেছে।

Leave A Reply

Your email address will not be published.