পুঠিয়ার শিলামাড়িয়া ইউপিতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও পাট বীজ বিতরণ

0 ৬৮

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ার শিলামাড়িয়া ইউনিয়নে কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়ননিক সার ও পাট বীজ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্প এর আওতায় পাট উৎপাদনকারী চাষীদের মাঝে বিনামূল্যে রাসায়ননিক সার ও পাট বীজ বিতরণ করেন। এ সময় প্রত্যেক কৃষককে ইউরিয়া সার ৬ কেজি, এমওপি ৩ কেজি, ডিএপি ৩ কেজি ও এক কেজি পাট বীজ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শিলমাড়িয়া ইউনিয়নের সদস্য (মেম্বার) মোতালেব হোসেন, মোহাম্মদ খয়ের উদ্দিন, মোহাম্মদ আতাব আলী, ইউনিয়নের হিসাব সহকারী প্রশান্ত বাপ্পী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবির হোসেন, উপ-সকারী পাট উন্নয়ন কর্মকর্তা চিত্ররঞ্জন মিত্র, অফিস সহকারী কাম কম্পিউটার খাদেমুল ইসলাম।

Leave A Reply

Your email address will not be published.