পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২৯ বস্তা পলিথিন জব্দ করেছে।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুজ্জামান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, পবা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সাজেন্ট মনিরুজ্জামান, বানেশ্বর বাজার কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রব। এ সময় অভিযান চালিয়ে ব্যবসায়ী বাদশা মিয়া ও মোমিন এর দোকান ও গোডাউন থেকে মোট ২৯ বস্তা পলিথিন উদ্ধার করে।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুজ্জামান জানান, অভিযানের সময় ব্যবসায়ীদের দোকান ও গোডান থেকে ২৯ বস্তা যা জব্দের পর ছোট ২ ট্রাকে করে নিয়ে আসা হয়েছে। শনিবার পলিথিন গুলো পুরিয়ে ফেলা হবে। আর পলিথিন গুলোর আনুমানিক মূলো প্রায় ১ লক্ষ টাকা।
Next Post