পুঠিয়ার ভালুকগাছি ও শিলমাড়িয়া ইউপি সদস্যদের শপথ

0 ১,৫২৮

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি ও শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত সদস্য ও সংরিক্ষত মহিলা সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল¬াহ আল মাহমুদ।
বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শিলমাড়িয়া ও ভালুকগাছী ইউনিয়নের মোট ২৪ জন ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল¬াহ আল মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালে উদ্দিন আল ওয়াদুদ, নবনির্বাচিত শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, ভালুকগাছী ইউপি চেয়ারম্যান মোঃ তাকবির হাসান, আওয়ামীলীগ নেতা মোঃ রহিদুল ইসলাম প্রমুখ।
অপরদিকে একই দিনে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল ও ভালুকগাছী ইউপি চেয়ারম্যান তাকবির হাসানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের।

Leave A Reply

Your email address will not be published.