পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, মাদক নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি, যৌন হয়রানি (ইভটিজিং) বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ৪ টায় রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ফুলবাড়ীতে কমিউনিটি পুলিশের উদ্যোগে পুলিশিং কমিটির সেক্রেটার শাহজাহান আলী মোল¬ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, ডিআইজি রেঞ্জ অফিসের সিপিও অফিসার আয়নাল হক, পুলিশ পরিদর্শক রকিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা আঃ কাদের, এসআই খায়ের প্রমুখ।