পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস উপলক্ষে প্রচার অভিযান পরিচালন করেন মহিলা বিষয়ক অধিদপ্তর।
শনিবার সকাল ১১ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া, বানেশ্বর, পুঠিয়া, জিউপাড়া এই ৪ টি ইউনিয়নে নারীর প্রতি সংহিসতা দুরীকরণে ‘নারীরা আজ অগ্রসর চাই সমতা জীবন ভর’ শ্লোগানে প্রচার অভিযান পরিচালনা করেন। এতে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, এসেডো এনজিও ইমপাওয়ার ইয়ুথ ফর ওর্য়াক প্রজক্টের ফিন্যান্স এন্ড লজিষ্ট্রিক অফিসার রতন কুমার দাস এবং প্রতিটি ইউনিয়নের প্রজেক্ট ফ্যাসিলিটেটর গণ।