অজয় ঘোষ, পুঠিয়া-রাজশাহী : রাজশাহীর পুঠিয়ায় ৭০পিচ ইয়াবাসহ ২ জন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, সোমবার সন্ধা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই মোকাদ্দেছ ও তার সঙ্গীয় ফোর্স রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্যাস ফিন্ডের সামনে নন্দনগাছী থেকে ছেড়ে আসা পুঠিয়া গামী মোটসাইকেল আরহী মাদক ব্যবসায়ীকে তল্লাসী করে ৭০ পিচ ইয়াবা ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলেন- রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বাসুপাড়া গ্রামের মৃত সোবাহান আলীর পুত্র মাদক ব্যবসায়ী সাইদ হোসেন (২৫) ও একই উপজেলা তেতুলিয়া গ্রামের মৃত কাদেরের পুত্র হালিম (২৬) কে ৭০ পিচ ইয়াবাসহ আটক করে। এ ব্যাপারে পুঠিয়া থানায় মামলা হয়েছে।
Next Post