পুঠিয়ায় ঋণের বোঝা মাথায় নিয়ে ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা
পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় ট্রেনের নিচে মাথা দিয়ে মিজানুর রহমান বাবু (৫৫) নামে একজন আত্মহত্যা করেছেন। শুক্রবার বেলা ১১ টার দিকে বেলপুকুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান বাবু (৫৫) উপজেলার বানেশ্বর ইউনিয়নের বালিয়াঘাটি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলপুকুর রেলগেট থেকে একটু দূরে দক্ষিণে রেললাইনের ওপর মাথা দেয়। এ সময় পাবনা থেকে রাজশাহীগামী পাবনা এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার সময় ট্রেনের নিচে মাথা পেতে দেয়। এতে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে নিহত বাবুর এক প্রতিবেশি জানান, বাবু অনেক ঋণগ্রস্ত তার ব্যাংকসহ অনেক এনজিওতে লোন নেওয়া আছে। তিনি মানুষিক ভাবে খুব চিন্তায় থাকতো। তিনি প্রথমে বানেশ্বর বাজারে টাইলস এর এবং পরে কীটনাশকের দোকান দেন। সে যে দোকানে ব্যবসা করছিল সেটা তার নিজের দোকান। এবং গত দুই তিন দিন আগে শুনলাম পাওনা দারদের চাপে নিজের সেই দোকান ঘরটি বিক্রয় করে দিয়েছে। তাই সে বিভিন্ন ধরনের মানুষিক চিন্তায় আত্মহত্যা করতে পারে।
বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন জানান, খবর পেয়ে পরিবারের লোকজন এসে বাবুর লাশ শনাক্ত করেছে। এবং আমরা বাবুর লাশ জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করেছি ।