পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার এলাকায় সোমবার দুপুরে বিভিন্ন খাবার হোটেলে ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট । এ সময় ৫টি খাবার হোটেল মালিককে সুষ্ঠভাবে খাবার ব্যবস্থাপনা ও সংরক্ষণ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর সংশ্লিষ্ট ধারায় মোট ২১,০০০/- (একুশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওলিউজ্জামান। খাবার হোটেল গুলোকে ভবিষ্যতে এরুপ অপরাধ না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এবং একই সময়ে পাটজাত দ্রব্যের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ২টি খাদ্য গুদামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭,০০০/- (সাত হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওলিউজ্জামান।