পুঠিয়ায় চল্লিশ হাজার তাল গাছের চারা রোপন

0 ১,১৯৩

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : প্রধানমন্ত্রী এর নির্দেশনা মোতাবেক রাজশাহীর পুঠিয়ার বিভিন্ন সরকারী দপ্তর এবং ইউনিয়ন পরিষদ সমূহের উদ্যোগে মহাসড়ক, বিভিন্ন সংযোগ সড়ক, গ্রামীণ সড়ক, নদী ও খালের দুই পাড়িসহ বিভিন্ন স্থানে প্রায় চল্লিশ হাজার তাল গাছের চারা রোপন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রশাসন, কর্তৃক তাল গাছের চারা রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন আল ওয়াদুদ, আওয়ামীলীগ নেতা শরীফ কাজী, বানেশ্বর ইউপি চেয়ারম্যান গাজী সুলতান সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ তাদের নিজ নিজ এলাকায় তাল গাছের চারা রোপন কর্মসূচি পরিচালনা করেন।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com