
পবা হইওয়ে থানার অফিসার ইনচার্জ লুুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশের একটি দল শুক্রবার রাতে সিরাজগঞ্জ থেকে আসা রাজশাহী গামী একটি পিকআপ ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৯-০৪১১) তল্লাসী করে। সে সময় ট্রাকে থাকা দুই বস্তা শুকনা মরিজ উদ্ধার করে।

এ সময় ট্রাকে থাকা শাকিল (২১), জিনারুল (৪২) এবং শান্ত ইসলাম (২৭) কে আটক করে। এরা একটি সংঘবদ্ধ চক্র। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে বলে জানান।