পুঠিয়া প্রতিনিধি : সোমবার সকালে পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার/ আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, উপজেলা কৃষি অফিসার মনজুরে মাওলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা বরেন্দ্র ইঞ্জিনিয়ার সেলিম রেজা, জিউপাড়া ইউনিয়ন চেয়ারম্যান হোসনেআরাসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাধারণ জনগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পর্যায়ক্রমে উপজেলা আইসিটি বিষয়ক কমিটি মাসিক সভা এবং উপজেলা পর্যায়ে বিজয়ফুল প্রতিযোগিতা এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।