পুঠিয়ায় জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

0 ৩১৯

পুঠিয়া প্রতিনিধি : “সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন” “সকলের হাত পরিচ্ছন্ন থাক” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্প্রতিবার সকাল ১০ টার দিকে পুঠিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয় । পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামানের সভাপতিত্বে উক্ত র‌্যালী ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: কামরুল ইসলাম উপঃ সহঃ প্রকৌশলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় জনপ্রতিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ জনসাধারণ।

Leave A Reply

Your email address will not be published.