পুঠিয়ায় ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে অনুদান প্রদান

0 ১,৮৪৪

অজয় ঘোষ, পুঠিয়া-রাজশাহী : কালবৈশাখী ঝড়ে রাজশাহীর পুঠিয়ায় ক্ষতিগ্রস্থদের মাঝে সকারের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়।
সোমবার দুপুর ১২ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার তারাপুর গোপালহাটি গ্রামে গত রবিবার রাতে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্থ দুস্থ ও গরীবদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার মোঃ নুর উর রহমান, জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন, জেলা ত্রাণ ও পুর্নাবাসন অফিসার মোঃ আমিনুল হক, উপজেলা নির্বাহী অফিসার নাজমা নাহার, সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা সালাহ উদ্দীন আল ওয়াদুদ, এসআই আনোয়ার প্রমুখ।
এ সময় পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামের শম্ভু দাসের পুত্র গোবিন্দ দাস, মেহের প্রাং এর পুত্র চেরু প্রাং, চেরু প্রাং এর পুত্র আঃ আজির, আব্দুর রহমানের পুত্র রবিউল, অহেদ উদ্দিন এর পুত্র রাজু, মৃত আছের আলীর পুত্র আব্বাস, জসিম উদ্দিনের পুত্র রাহেলার পরিবারের মধ্যে ৫ হাজার করে টাকা অনুদান প্রদান করে।

Leave A Reply

Your email address will not be published.