পুঠিয়ায় ট্রাকের চাপায় আহত ৪

0 ১,২৬২

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের চাপায় ৪ জন ইঞ্জিন চালিত নসিমন আরহী আহত হয়েছে। ঘাতক ট্রাকের ড্রাইভার আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলা সদরে কেন্দ্রিয় মসজিদের সামনে রাজশাহী থেকে ঢাকা গামী ট্রাক ঢাকা মেট্রো-ট-১৬-৯১৮১ বিপরীত গামী নসিমনকে চাপা দিলে নসিমন আরহী ৪ জন আহত হয়। এ সময় খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে।
আহতরা হলেন- পুঠিয়া উপজেলার বানেশ্বর বালিয়াঘাটি গ্রামের সালামের পুত্র সাইফুল (২৩), একই গ্রামের হালিমের পুত্র শাহিন (২০), আব্দুল আলীমের পুত্র শ্যামল (২৬) এবং আব্দুল আজিজের পুত্র মঞ্জুর (২৭)।
এদের মধ্যে মঞ্জুরের অবস্থা গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে বলে জানা গেছে।
এ ব্যাপারে থানার এসআই রইজ জানান, দূর্ঘটনার পর এলাকাবাসী ঘাতক ট্রাকের ড্রাইভারকে আটক করে থানায় খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে ড্রাইভার কে থানায় নিয়ে আসি।

Leave A Reply

Your email address will not be published.