পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়ায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরহী টুম্পা বেগম (২৭) নামের এক মহিলা নিহত হয়েছে। শুক্রবার বিকেল ৩ টার দিকে পুঠিয়া ঝলমলিয়ায় এই দুর্ঘটনা ঘটে।
পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জ গামী মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-১৭৬৯) পিছন থেকে মোটসাইকেল আরহীকে চাপা দিলে ঘটনাস্থলেই রাজশাহীর পুঠিয়া পৌর এলাকার কাঁঠালবাড়িয়া মহল্লার আবু সামা স্ত্রী টুম্পা বেগম মৃত্যু বরণ করেন।
সে সময় তাঁর স্বামী আহত হয়। এ সময় এলাকাবাসী ট্রাকের ড্রাইভার বাবুল ইসলাম (৩২) আটক করে থানা পুলিশের নিকট সোর্পদ্দ করেন। তারা স্বামী-স্ত্রী নাটোর থেকে বিয়ে বাড়ি থেকে ফিরার সময় এই দূর্ঘটনা ঘটে।
পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।