পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় পৌরসভা এলাকায় তিনটি রাস্তার কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করা হয়।
বৃহ¯পতিবার বিকেলে রাজশাহী জেলার পুঠিয়া পৌর এলাকার কাঁঠালবাড়িয়া এলাকায় একটি রাস্তার কার্পেটিং কাজের শুভ উদ্ধোধন শেষে পুঠিয়া আখ ক্রয় কেন্দ্রে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আরো দুইটি রাস্তার কার্পেটিং কাজের শুভ উদ্ধোধন ঘোষণা করেন সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র রবিউল ইসলাম রবি। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের নেতা মনিরুল ইসলাম, একরামুল হক, গোলাম ফারুক, আব্দুল মালেক, জিএম হিরা বাচ্চু, এহিয়া প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল আলম। উপস্থাপনা করেন ওয়ার্ড কউন্সিলর কামাল হোসন।
পৌর এলাকার কাঁঠালবাড়িয়া, পালোপাড়া ও গন্ডগোহালী ওয়ার্ডে তিনটি রাস্তার কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করা হয়।