পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ভিডিপি দলনেতা মাসুদ রানার পুরে যাওয়া বাড়ী পরিদর্শন ও সহযোগীতা প্রদান করেন রাজশাহী জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) মুহাম্মাদ এমরানুল হক।
জানা গেছে, বুধবার সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার গন্ডগোহালী গ্রামে ভিডিপি দলনেতা মাসুদ রানার বাড়ী বিদ্যুৎ এর সর্ট সার্কিট থেকে আগুন ধরে পুরে যায়। এ সময় পুঠিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে মাসুদের বাড়ীর তিনটি ঘর আসবারপত্র সহ সবকিছু পুরে ছাই হয়ে যায়।
খবর পেয়ে পরের দিন বৃহস্পতিবার সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) মুহাম্মাদ এমরানুল হক পরিদর্শনে আসেন। সে সময় তার পরিবারকে নগত ১০ হাজার টাকা, ৩০ কেজি চাউল সহ খাদ্য সামগ্রী প্রদান করেন।
এ সময় পুঠিয়া উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ শাহীনুর রহমান, টিআই মেহেদী হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন।