মোহাম্মদ আলী, পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় দ্বিতীয় নারী একজনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এতে তার বাড়িসহ আশে পাশের ৪ টি বাড়ি ও প্রতিষ্টান লকডাউন করা হয়েছে। উপজেলার গন্ডগোহালী গ্রামের আক্রান্ত ব্যাক্তি মোছাঃ লাবনী বেগম এবং তার স্বামী মোঃ শাহিন সরকার ও তার সাথে বসবাসকারী পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট সকলের বক্তব্য শোনেন । এবং সকল তথ্য যাচাই বাছাই পূর্বক প্রতিয়মান হয় যে, করোনা ভাইরাস সংক্রমণ রোধ কল্পে মোঃ শাহিন সরকার এর বাড়ি, এবং সংস্পর্শে আসা শাহিন সরকারের বোন মোছাঃ শিরিনার বাড়ি এবং নিকটবর্তী ১টি পরিবার ও ১টি প্রতিষ্ঠান লকডাউন এর আওতাভুক্ত করা জরুরী। তারই পরিপ্রেক্ষিতে একটি গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে উল্লেখিত ৩টি পরিবার ও ১টি প্রতিষ্ঠান লকডাউন ঘোষনা করা হয়। এবং বর্ণিত লকডাউনকৃত পরিবার ও প্রতিষ্ঠানসমূহ সকল প্রকার গমণাগমণ নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান। তিনি আরও বলেন, আক্রান্ত ব্যাক্তিকে তার নিজ বাড়িতেই আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে । এবং এই আদেশ মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০ টা থেকে কার্যকর শুরু হয়েছে। অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং কোভিড ১৯ পজিটিভ মোছাঃ লাবনী বেগম এর পরিবারের নিত্য প্রয়োজনীয় সকল দায়িত্ব গ্রহণ করেছে পুঠিয়া উপজেলা প্রশাসন ।
এ নিয়ে রাজশাহী জেলাতে এই ৩ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.