পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় বালাইনাশক ডিলারদের সাথে ধানের বাদামী গাছ ফড়িং (বিপিএইচ) ব্যবস্থাপনা ও নিরাপদ বালাইনাশক ব্যবহার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টার দিকে বানেশ্বর কলেজের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার একেএম মনজুরে মাওলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (শস্য) মোছাঃ উম্মে ছালমা।পদ্মাটাইমস
আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল ইসলাম, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো: মাজেদুর রহমান, মুক্তাদেরুল হক, শাহেদা খাতুন, মনজুরুল হকসহ বানেশ্বর ও বেলপুকুর ইউনিয়নের সকল ডিলাররা উপস্থিত ছিলেন।