পুঠিয়ায় নন-সার্টিফাইড ভোকেশনাল প্রশিক্ষণ কোর্স শুরু

0 ১,০০০

পুঠিয়া (রাজশাহী ) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় এম্পায়ার ইয়ুথ ফর ওয়ার্ক প্রকল্পের নন-সার্টিফাইড ভোকেশনাল প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
বৃহস্পতিবার ১২ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা সদরে এসেডোর উদ্দ্যেগে এম্পায়ার ইয়ুথ ফর ওয়ার্ক প্রকল্পের নন-সার্টিফাইড ভোকেশনাল প্রশিক্ষণ কোর্স শুরু হয়। এতে উপজেলার ৪টি ইউনিয়নে (পুঠিয়া, বানেশ্বর, বেলপুকুরিয়া এবং জিউপাড়া) এলাকায় অক্সফাম এর সহযোগীতায় এম্পায়ার ইয়ুথ ফর ওয়ার্ক প্রকল্প পরিচালনা করছে। প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে উক্ত চারটি ইউনিয়নের পিছিয়ে পড়া ২৫ জন যুব নারী সদস্যদের নিয়ে নন-সার্টিফাইড ভোকেশনাল প্রশিক্ষণের প্রথম ব্যাচ টেইলরিং এবং ড্রেস মেকিং আরম্ভ করা হয়। বন্ধু কম্পিউটার ও ট্রেনিং সেন্টারের মাধ্যমে উক্ত প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে। প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন বন্ধু কম্পিউটার ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক জনাব মোঃ আবুল কালাম আজাদ। এতে আরও উপস্থিত ছিলেন এম্পায়ার ইয়ুথ ফর ওয়ার্ক প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব মোঃ ওহিদুল ইসলাম এবং উক্ত প্রকল্পের একনিষ্ঠ কর্মী বৃন্দ এবং জেলা এ্যাডভাইজরী গ্রুপের সদস্য সোনিয়া পারভীন, নয়ন এবং মুরাদ প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.