পুঠিয়ায় নাইট কোচ খাদে পড়ে ড্রাইভার নিহত ৮ যাত্রী আহত
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী নাইট কোচ খাদে পড়ে ড্রাইভার নিহত এবং ৮ জন যাত্রী আহত হয়েছে।
পবা হাইওয়ে ফাড়ির ইনচার্জ মনির জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার গোপালহাটি নামকস্থানে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী হানিফ এন্টার প্রাইজ (ঢাকা মেট্রো-ব-১৪-৭০৪১) এর ড্রাইভার আলী আকবর (৫৭) অসুস্থ্য হয়ে পড়লে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ড্রাইভার আলী আকবর কে মৃত ঘোষণা করে। নিহত আলী আকবর ঢাকার সাভার এলাকার গপীনাথপুর গ্রামের আব্দুল কাদেরের পুত্র বলে জানা গেছে। ড্রাইভারের লাশটি এডিএম সাহেব অনুমতি দেওয়ায় বুধবার সকালে তার পরিবারের নিকট হস্তানন্তর করা হয়েছে।
আহতরা হলেন- গোদাগাড়ী এলাকার রাজু আহম্মেদ (২৫), সঞ্জয় (২৮), তানোর এলাকার মিলা (২৭), ফরিদপুর এলাকার রাসেল আহম্মেদ (৩২), চক রামপুরের নয়ন আলী (২৬), পুঠিয়া এলাকার রেজাউল করিম (৩০), জিল্লুর রহমান (৩৫) এবং নাজী (৩০) বলে জানা গেছে।