পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদে ২০১৬ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রী ও উচ্চ শিক্ষায় বিশেষ সাফল্য অর্জনকারীদের সংবর্ধনা প্রদান করা হয়।
রবিবার সকাল সাড়ে ১০ দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুলের সভাপতিত্বতে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য গোলাম ফারুক। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রহিদুল ইসলাম, শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রহিম উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক শুকুর আলী সরদার, সাধনপুর বি.এম ডিগ্রী কলেজের অধ্যক্ষ দিলিপ কুমার, অধ্যক্ষ বিষ্ণুপদ সাহা, অধ্যক্ষ ফিরোজ মাহামুদ লালটু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শরিফুল ইসলাম, থানা আওয়ামীলীগের সহযোগী সকল সংগঠন, ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
Next Post