পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় পাকা রাস্তা ও ক্রস-ড্যামসহ ইকো পার্কের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া-চারঘাট রাস্তার খলিফাপাড়া হতে জেকেরের মোড় পর্যন্ত ১.২১১ কিঃ মিঃ পাকা রাস্তার উদ্বোধন করেন। ৭২ লাখ ৬০ হাজার টাকা ব্যায়ে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ নির্মান করে।
অপর দিকে দুপুর ১ টার দিকে একই উপজেলার ভালুকগাছি চকপাড়া হতে চক দোমাদি গ্রামের ময়েন উদ্দিনের বাড়ী পর্যন্ত ১ কিঃ মিঃ পাকা রাস্তার উদ্বোধন করেন। ৬০ লাখ টাকা ব্যায়ে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ নির্মান করে।
এছাড়া বিকেল ৫ টার দিকে একই উপজেলার ভালুকগাছি ইউনিয়নের ইউসুফপুর-ভালুকগাছি বাপমারা কালের নন্দনপুরে নির্মিত ক্রস-ড্যামসহ নন্দনপুর ইকো পার্কের উদ্বোধন করেন। ৯০ লাখ টাকা ব্যায়ে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ নির্মান করে।
উদ্বোধীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর চেয়ারম্যান ড. মোঃ আকরাম হোসেন চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন বিএমডিএর প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোঃ আবুল কাশেম, প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল হক, পুঠিয়া জোনের সহকারী প্রকৌশলী মোঃ সেলিম রেজা, উপজেলা সহ-সভাপতি কাজী শেখ মুকতাদির শরীফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবিএম বয়েজিদ ঠান্টু, সাংগঠনিক সম্পাদক রহিদুল ইসলাম, শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) রাজশাহী রিজিয়ন এর নির্বাহী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান খান। সঞ্চালনা করেন শিমুল সরদার।