পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় ১০ মামলার পালাতক আসামী মাদক সম্রাজ্ঞীকে ১৫ লিটার চোলাই মদসহ আটক করেছে পুলিশ।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ছায়েদুর রহমান ভূঁইয়া জানান, বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মতিউর রহমান ও তার সঙ্গীয় ফোর্স রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়নের ভরুয়াপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় আব্দুল মজিদের স্ত্রী মাদক সম্রাজ্ঞী সুফিয়া বেগম (৫০) কে তার নিজ বাড়ী থেকে আটক করে। সে সময় তার বাড়ী তল্লাশী করে ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করে। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মাদক সম্রাজ্ঞী সুফিয়া বেগমের বিরুদ্ধে ১০ টি মালামলা রয়েছে।