পুঠিয়ায় পূজামন্ডপ পরিদর্শনে এমপি মনসুর রহমান

0 ৩১৯

পুঠিয়া প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুঠিয়া উপজেলার বিভিন্ন  ইউনিয়নের পূজামন্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল , মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: ওলিউজ্জামান,  জিউপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসনেআরা বেগম, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান রবিবার দিনব্যাপী পুঠিয়া উপজেলার বিভিন্ন  ইউনিয়নের  পূজামন্ডপ পরিদর্শন করেন এবং নগদ অর্থ সহায়তা করেন।

Leave A Reply

Your email address will not be published.