পুঠিয়ায় বজ্রপাতে নিহত ১ আহত ২
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার বজ্রপাতে এক কৃষক নিহত ও ২ জন আহত হয়েছে। রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান মৃত ও আহত ব্যক্তি পরিবারকে অনুদান প্রদান করেন।
শিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল জানান, সোমবার বিকেলে নিহত ও আহতজনরা মাড়াইয়ের উদ্দ্যেশে নিজ জমি থেকে আখ কাটতে মাঠে যায়। বিকেল সাড়ে ৪ টার দিকে হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনা স্থলে শিলমাড়ীয়া ইউনিয়নের অমৃতপাড়ার মৃত মনছুর আলীর ছেলে আঃ আজিজ (৪৮) নিহত হন। আহত একই গ্রামের আঃ করিমের ছেলে উজ্জল (২১) কে পুঠিয়া স্বাস্থ্য কমপেক্সে ও বিদিরপুর গ্রামের নজির উদ্দীনের ছেলে কালাম (২১) কে প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান ও সহকারী কমিশনার ভূমি লিয়াকত আলী শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুজ্জামান জানান, রাজশাহী জেলা প্রশাসন কাজী আশরাফ চৌধুরী সাহেবের নিদের্শক্রমে তাতক্ষনিক থেকে মৃত ব্যক্তির জন্য ২০ হাজার টাকা, আহত উজ্জলকে ৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এছাড়া আহত কালামের চিকিৎসার খোঁজ খবর নেয়া হচ্ছে।