পুঠিয়ায় বাসের চাপায় ভ্যান চালকসহ নিহত ২ আহত ১
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ার সেনভাগ নামক স্থানে দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় ভ্যান চালক সহ ২ জন নিহত এবং ১ জন যাত্রী আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলা সেনভাগ নামক স্থানে বিকেল সাড়ে ৪ টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা একটি ট্রাক (বগুড়া-ট-০২-০২৭৫) কে অপর একটি যাত্রীবাহী বাস রংপুর গামী আতাউল্লাহ পরিবহন ওভারটেক করার সময় বিপরীত গামী একটি চার্জার ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে ভ্যান চালক হোসেন আলী (৫৫) নিহত হয়। এ সময় ভ্যানে থাকা যাত্রী দুই জন রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার জিউপাড়া কর্মকর পাড়া গ্রামের মটর চন্দ্র কর্মকর (৫০) ও তার স্ত্রী নিলিমা রানী কর্মকর (৪৫) গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা পুঠিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক নিলিমা রানী কর্মকর এর অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিলিমাকে রামেকতে নেওয়ার পথে মারা যায়। আর নিহত হোসেন আলী একই উপজেলার জিউপাড়া গ্রামের মৃত চয়েন সাহার পুত্র বলে জানা গেছে।