পুঠিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

0 ১,০৯৮

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক পুকুর শ্রমিকের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বারইপাড়া গ্রামের মংলা সরদারের পুত্র সেলিম সরদার (২৮) সোমবার দুপুরে একই উপজেলার গন্ডোগোহালী গ্রামের আলি হোসেনের ছেলে আনোয়ার হোসেন ও তার ছোট ভাই মরহুল সারোয়ার হোসেন মিঠুনের পুকুরে মাছের খাবার দিতে যায়। আলোকিত করার জন্য দুর থেকে ড্রপ তারের মাধ্যমে বিদ্যুতের সংযোগ দেওয়া ছিলো পুকুরটিতে। হঠাৎ বিদ্যুতের তার ছিড়ে গিয়ে পুকুরে পড়লে পুকুরের পানি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যায়। সেই পুকুরে সেলিম সরদার মাছের খাবার দিতে নামলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় পুকুরের পাহারাদারসহ স্থানীয়রা এগিয়ে এসে বিদ্যুতের সংযোগটি বিচ্ছিন্ন করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ ছায়েদুর রহমান ভূইয়া জানান, লাশটি থানায় আনা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.