পুঠিয়ায় বোমাসহ জেএমবির সদস্য আটক

0 ১,০৯০

puthia-jmb-picপুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় পেট্রোল বোমা, ককটেল ও জিহাদী বইসহ জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ।
থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার ভোর রাতে থানার এসআই আসাদুজ্জামান ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাট জামে মসজিদের পাশের ঘর থেকে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সাতুরিয়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে জেএমবির সদস্য হাবিবুর রহমান (২২) কে আটক করে। এ সময় হাবিবুরের সাথে থাকা ৫টি ককটেল স্বদৃশ্য হাত বোমা, ২টি পেট্রোল বোমা ও ১৬টি জিহাদী বইসহ আটক করে। হাবিবুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্টার্সের আরবী বিভাগের ছাত্র। তাকে বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com