পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় ব্লক-বাটিক এবং হস্তশিল্প প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্টিত হয়।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা সদরে অবস্থিত বন্ধু কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে এসেডোর নির্বাহী পরিচালক মোঃ রবিউল আলমের সভাপতিত্বে অপ্রাতিষ্ঠানিক কারিগরি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল আল মাহ্মুদ। এতে আরো উপস্থিত ছিলেন বন্ধু কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আবুল কালাম আজাদ, যুব উন্নয়নের সুপারভায়েজার মোঃ জহুরুল হক, এসেডোর এমপাওয়ার ইয়ুথ ফর ওয়ার্ক প্রকল্পের সমন্বয়কারী ওহিদুল ইসলাম প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে
অক্সফাম এর সার্বিক সহযোগীতায় এবং এসেডোর বাস্তবায়নে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পুঠিয়া, জিউপাড়া, বানেশ্বর এবং বেলপুকুর ইউনিয়নের ৪০ জন প্রশিক্ষনার্থীকে অপ্রাতিষ্ঠানিক কারিগরি প্রশিক্ষণ ব্লক বাটিক এবং হস্তশিল্প প্রশিক্ষণ গ্রহণ করেন।