পুঠিয়ায় মহিলাদের ক্ষমতায়ন তথ্য আপা’র উঠান বৈঠক অনুষ্ঠিত

0 ৩৫১

পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন তথ্য আপা প্রকল্পের (২য় পযার্য়) অধীনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে পুঠিয়া তথ্য কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুলের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, রিসোর্স পার্সন ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ আব্দুল রাজ্জাক, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তথ্য আপা প্রকল্প (২য় পযার্য়) কামরুন নাহার, তথ্য সেবা সহকারী সাদীয়া সুলতানা পাখি ও রুবী খাতুন প্রমুখ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী পুরুষের সমতা আনয়নে নারীর ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করে তথ্য আপা প্রকল্প প্রনয়ন করেছেন।

Leave A Reply

Your email address will not be published.