অজয় ঘোষ, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলায় চলতি অর্থ বছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় মাছের পোনা অবমুক্তি কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বিরালদহ মাজারে নারদ নদীতে মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা। এ সময় উপস্থিত ছিলেন ভিনিউজ এর সম্পাদক জয়ন্ত আচার্য্য, জেলা মৎস্য কর্মকর্তা সুবাস চন্দ্র সাহা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুজ্জামান, সহকারী কমিশনার ভূমি লিয়াকত আলী শেখ, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সুলতান, আওয়ামীলীগ নেতা শরীফ কাজী, গোলাম ফারুক, আব্দুস সামাদ প্রমুখ।
পুঠিয়া উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে কর্মকর্তা মোজ্জামেল হক এর সভাপতিত্বে একই দিনে পর্যায়ক্রমে উপজেলার বিরালদহ মাজারে নারদ নদী, শিলমাড়িয়া সৈদয়পুর বিদিরপুর দারা, ভারই বিল, উদনপাড়া বিল, পামপাড়া বিল ও উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবনের পার্শ্বে পুকুরে এই ৬টি স্থানে মুক্ত জলাশয়ে ১ লক্ষ ২২ হাজার টাকার ৪৫৬ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
Prev Post